সকালে করোনা শনাক্ত, রাতেই মৃত্যু

প্রকাশ | ২৯ মে ২০২০, ১৮:৩৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে করোনায় আব্দুল মান্নান মনু (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর ওই রাতেই নিজ বাড়িতে আইশোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান।

তিনি জানান, করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা মান্নান ও তার ছেলে। পরে তাদের নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়। ২৮ মে সকালে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের দুই জনের করোনা পজেটিভ আসে। এরপর হোম আইসোলেশনে থাকা অবস্থায় ওই রাতেই তিনি মারা যান। এদিকে তার ছেলে হোম আইসোলেশনে আছেন। এ নিয়ে উপজেলায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/২৯মে/পিএল