ফরিদপুরে করোনায় আরো ২৫ জন আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২০, ২২:১৩

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৭০ জন। ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদর ও ভাঙ্গায় ৫ জন করে, চরভদ্রসনে ৪ জন, বোয়ালমারীতে ও নগরকান্দায় ৩ জন করে, মধুখালী ও সদরপুরে ২ জন করে এবং সালথায় ১ জন। আক্রান্তের মধ্যে ৪ জন নারী ও ২১ জন পুরুষ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪ জনের। এর মধ্যে ফরিদপুরের ২৫, গোপালগঞ্জে ১৭, রাজবাড়ীতে ১ ও সিরাজগঞ্জে ১ জন।

তিনি বলেন, ফরিদপুর সদরে রয়েছে যে পাঁচজন তারা হলো, বিলমাহমুদপুরের মায়া ইসলাম রিনা, শহরের পূর্ব খাবাসপুরের-আহসানুল হক, আলাউদ্দিন খান সড়কের-রাশেদ জাহাঙ্গীর ও রুমানা আক্তার ঈশিতা- এবং গোয়ালচামট মাইশা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন করে যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে- তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বুলু জানান, এ পর্যন্ত ফরিদপুর করোনা ইউনিটে ভর্তি রোগী সংখ্যা রয়েছে ৩৯ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :