নরসিংদীতে আরও ২৬ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৯ মে ২০২০, ২২:৫৮

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীতে নতুন করে আরও ২৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।

শুক্রবার (২৯ মে) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে নরসিংদী সদর থানা এলাকায় ১০ জন, পলাশ থানা এলাকার ০৭ জন, রায়পুরা থানার ০৪ জন, মনোহরদীর ০৩ জন, বেলাব থানার ০২ জন (একজন মৃত)।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৫১৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৫৭ জন, রায়পুরাতে ৪১ জন, শিবপুরে ৩৬ জন, বেলাবোতে ৩৭ জন,পলাশে ৩৪ জন ও মনোহরদীতে ১৩ জন।

এখন পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১৯৪ জন। মারা গেছেন মোট ০৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৪ জন ও পলাশে ০১ জন। বাকিরা হোম ও হাসপাতাল আইসোলেশনে আছেন।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)