প্রধানমন্ত্রীকে ফোনে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

প্রকাশ | ২৯ মে ২০২০, ২৩:১২ | আপডেট: ২৯ মে ২০২০, ২৩:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুক্রবার রাতে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিশেষ ভূমিকার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

২৯ মে শুক্রবার পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। শান্তিরক্ষীদের সীমাহীন আত্মত্যাগকে স্মরণ করে ২০০৩ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। ইউক্রেনের শান্তিরক্ষী সংস্থা এবং ইউক্রেন সরকারের যৌথ প্রস্তাবনায় ১১ ডিসেম্বর, ২০০২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত ৫৭/১২৯ প্রস্তাব অনুযায়ী এ দিবসের রূপরেখা প্রণয়ন করা হয়।

(ঢাকাটাইমস/২৯মে/টিএ/জেবি)