সিলেটে করোনায় নার্সিং কর্মকর্তার মৃত্যু

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ২৯ মে ২০২০, ২৩:৫২

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানান।

তিনি জানান, এর আগে সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এক সপ্তাহ আগে তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। গত ৫ দিন ধরে তিনি শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন।

এদিকে শুক্রবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় আরো ৩১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :