সফটওয়্যার আপডেট পেল ওয়ানপ্লাসের দুই ফোন

প্রকাশ | ৩০ মে ২০২০, ১০:১৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সফটওয়্যার আপডেট পেলো ওয়ান প্লাস সিক্স এবং ওয়ানপ্লাস সিক্সটি। এই দুই ফোনে অক্সিজেন ওএস পৌঁছাতে শুরু করেছে।  সম্প্রতিকতম আপডেটে এই দুই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। ওটিএ আপডেটে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছবে।

ডুয়াল সিমের ওয়ানপ্লাস সিক্সটি ফোনে চলবে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব অক্সিজেনওস স্কিন।

ওয়ানপ্লাস সিক্সটি মডেলে আছে ৬.৪১ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে গরিলা গ্লাস সিক্স। ফোনের ভিতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনটিতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরাই থাকবে একটি ১৬ মেগাপিক্সেলের সনির আইএমএক্স৫১৯ প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য ওয়ানপ্লাস সিক্সটিতে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর।

(ঢাকাটাইমস/৩০মে/এজেড)