করোনা উপসর্গে পল্লী চিকিৎসকের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ৩০ মে ২০২০, ১২:৩৬

টাঙ্গাইলের গোপালপুরে করোনার উপসর্গ নিয়ে এবার মারা গেলেন এক পল্লী চিকিৎসক। প্রশান্ত চন্দ্র নামের ওই চিকিৎসকের বাড়ি উপজেলার ঝাওয়াইল এলাকায়।তিনি ঝাওয়াইল বাজারের প্রসন্ন মেডিকেল হলের স্বত্বাধিকারী ছিলেন।

প্রশান্তেরপারিবারিক সূত্র জানিয়েছে, গত সোমবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন প্রশান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যু হয় তার।

ওই পল্লী চিকিৎসকের বড় ভাই ও ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক প্রভাস চন্দ্র ঢাকাটাইমসকে জানান, করোনার রিপোর্ট এখনো তারা হাতে পাননি। তবে করোনার উপসর্গ ছিল তার ভাইয়ের। সরকারের নির্দেশনা মেনে ঢাকায় প্রশান্তের অন্তোষ্টিক্রিয়া হবে।

ঢাকাটাইমস/৩০মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :