করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে সাংবাদিকের মৃত্যু

প্রকাশ | ৩০ মে ২০২০, ১২:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরের স্থানীয় সাংবাদিক আবুল হাসনাত মারা গেছেন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। সেখানেই শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়া দৈনিক সমাচার ও চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
জানা যায়, সাংবাদিক আবুল হাসনাত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসা চলাকালে  রাত আনুমানিক ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মারা যাওয়ার আগে সাংবাদিক আবুল হাসনাত তার নিজস্ব ফেসবুক আইডিতে লিখেছেন, 'আমার অবস্থা ভালো না, আমাকে সবাই মাফ করে দিবেন। আমার সন্তানদের একটু দেখবেন-আমিন’। স্ট্যাটাস দেওয়ার  দুই ঘণ্টা পরেই তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হবে। পরে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।
(ঢাকাটাইমস/৩০মে/এইচএফ)