কসবায় নার্সারি শ্রমিকদের মানবেতর জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০২০, ১৩:৩৫

করোনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত ১৭ মার্চ থেকে বন্ধ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের মতো কর্মহীন হয়ে পড়েছে উপজেলা সদরের নার্সারি ব্যবসার মালিকসহ শ্রমিকরা। দিন বা মাসভিওিক কাজ করা নার্সারি শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন।

নার্সারির মালিকরা জানান, লকডাউনে বৃক্ষ প্রেমিকরা না আসায় ব্যবসা মন্দা চলছে। ফলে নার্সারি ব্যবসা সংকটের মধ্যে পড়েছে। এতে রোজগারহীন হয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা এবং তাদের শ্রমিকরা।

কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান, নার্সারি ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করার ব্যাপারে সরকারি কোনো নির্দেশ পাওয়া যায়নি। তবে ৩১ মে লকডাউন শিথিল হলে নার্সারির মালিকগণ কিছুটা আলোর মুখ দেখবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৩০মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :