নোয়াখালী শিক্ষক-পুলিশসহ আরও ৯৬ জনের করোনা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০২০, ১৪:৩৭

নোয়াখালীর ৫টি উপজেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯৬ জন। যার মধ্যে শিক্ষক, চিকিৎসক, সমাজসেবা কর্মকর্তা, ব্যাংকার, নার্স, পুলিশ, ইউপি চেয়ারম্যান ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৫জন। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে জেলার সদরে ৪১, বেগমগঞ্জে ৩৪, সোনাইমুড়ী ৮, চাটখিলে ৬ ও সেনবাগ উজেলায় ৭জন রোগী রয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪১জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫২৬জন রোগী। যাদের মধ্যে অস্থায়ী কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তি আছেন ১৯জন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, গত ২৪ঘন্টায় নতুন আক্রান্ত ৪১জন। যার মধ্যে ৪জন চিকিৎসক, ২জন নার্স, একটি পুলিশ ফাঁড়ির ১২জন সদস্য, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪জন। যার মধ্যে একজন সমাজসেবা কর্মকর্তা, ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। এছাড়াও আক্রান্তদের বেশিরভাগ চৌমুহনী পৌরসভার বাসিন্দা।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টার রিপোর্টে জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে কর্মরত দুইজন নার্সের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই আগামী তিন দিন ওই বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আক্রান্তরা আইসোলেশনে রয়েছে। তাদের সংস্পর্শে আসা বাকি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে।

উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা: জেলায় মোট আক্রান্ত ৫৭৫ জন। বেগমগঞ্জে ২৬০, কবিরহাটে ৬২, সদরে ১২১, চাটখিলে ৩৭, সোনাইমুড়ীতে ৩৬, সুবর্ণচরে ১৭, সেনবাগে ২৮, কোম্পানীগঞ্জে ৮ ও হাতিয়ায় ৬জন রোগী রয়েছে। যাদের মধ্যে মারা গেছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমিস্ত্রি মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫) ও সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১)।

ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :