লাগাতার লকডাউন চালানো সম্ভব নয়: কেজরিওয়াল

প্রকাশ | ৩০ মে ২০২০, ১৪:৪৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনাভাইরাসকে পেছনে ফেলে চারধাপ এগিয়ে যাওয়ার দাবি করেছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রতিদিনই সেখানে করোনা রোগী বাড়লেও মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকে। এসময় তিনি বলেন, ভাইরাস ঠেকাতে এভাবে লাগাতার লকডাউন চালানো সম্ভব নয়।

শনিবার এক ভিডিও কনফারেন্সে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমরা একমত যে শহরগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে এনিয়ে আমাদের আতঙ্কিত হওয়া উচিত না। এই পরিস্থিতিতে আমি তখনই উদ্বিগ্ন হবো যদি দেখতে পাই যে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে  এবং যদি দেখি যে রাজ্যের হাসপাতালগুলোতে বেডের ঘাটতি আছেল।'

কেজরিওয়াল বলেন, 'স্থায়ীভাবে লকডাউন চালিয়ে যাওয়া কোনো সমাধানের পথ নয়। জীবনে থেমে থাকলে চলবে না, সমস্ত সতর্কতা অবলম্বন করে এবার করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই এগোতে হবে।'

এরই মধ্যে ভারতে এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের।

ঢাকা টাইমস/৩০মে/একে