ফটো সাংবাদিক মিজানের পরিবারের পাশে আইজিপি

প্রকাশ | ৩০ মে ২০২০, ১৭:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যুবরণকারী ফটো সাংবাদিক এম মিজানুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।

শনিবার দুপুরে আইজিপির পক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন- ক্র্যাব নেতাদের হাতে এক লাখ টাকার চেক ও উপহার সামগ্রী তুলে দেন।

২০ মে দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান মারা যান।

এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ও সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের পরিবারকে আলাদা করে দুই লাখ টাকা করে দেন আইজিপি।

শনিবার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, এআইজি (মিডিয়া এন্ড পিআর) মীর সোহেল রানা প্রমুখ।

এদিকে দেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে। আর মৃত্যু হয়েছে ৬১০জনের।

(ঢাকাটাইমস/৩০মে/এসএস/এইচএফ)