জামালপুরে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মুত্যৃ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০২০, ১৯:৪২

করেনার উপসর্গ নিয়ে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামের নয়ন মিয়া নামের ঢাকা ফেরৎ এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত নয়নসহ তার সংস্পর্শে যাওয়া ১০ জনের নমুনা সংগ্রহ, তার বাড়ি লকডাউন এবং আইইডিসিআর এর নিয়মানুযায়ী তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ কুমার নন্দি ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নয়ন মিয়া ঢাকায় শ্রমিকের কাজ করতেন। গত ২৫ মে ঈদের দিন তিনি অসুস্থ অবস্থায় বাড়ি আসেন। ২৮ মে তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। তাকে চিকিৎসা দেয়ার পর তার নমুনা সংগ্রহ করে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।জামালপুর হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিৎসা নেয়া অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নয়নের মৃত্যুর পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইইডিসিআরের নিয়মানুযায়ী তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত নয়নের নমুনা রিপোর্ট না আসায় তার বাড়ি লকডাউন করার পাশপাশি তার সংস্পর্শে আসা ১০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :