সাবেক ফুটবলার হেলালের মৃত্যুতে বাফুফের শোক

প্রকাশ | ৩০ মে ২০২০, ২০:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানি হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মস্তিস্কে রক্তক্ষরণের পর দু’দিন মৃত্যুর সাথে লড়াই শনিবার বেলা ১২টায় মারা যান সাবেক তারকা ফুটবলার হেলাল।

বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহি কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মস্তিস্কে রক্তক্ষরণ হলে ২৮ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হেলালকে। মৃত্যুর সাথে দু’দিন লড়াই করে হার মানেন তিনি। স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন হেলাল।

শনিবার বাদ আছর মতিঝিলস্থ বাফুফে ভবনে মরহুমের নামাজে জানাজা শেষে এবং হেলালকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

বরিশাল থেকে উঠে এসে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন হেলাল। আর ১৯৭৯-১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন তিনি।

ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলার পর আবাহনীর পরিচালক, ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন হেলাল। ২০০৮ সালে বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন হেলাল।

(ঢাকাটাইমস/৩০ মে/এসইউএল)