ত্রিশালে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০২০, ২১:২৩

ময়মনসিংহের ত্রিশালের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযানে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজার ও এর আশপাশের বাড়ি থেকে এসব চাল উদ্ধার হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পোড়াবাড়ি বাজারের জনৈক দুলালের তালাবদ্ধ ঘর থেকে ৩৬ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় দুলালকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা যায়নি।

পরদিন সকালে ওই দুলালের বাড়ির আশেপাশের বাড়িতেও চাল রয়েছে বলে খবর পাওয়ায় ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম পুলিশের সহায়তায় অভিযান চালায়। অভিযানে চারটি বাড়ি থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এগুলো খাদ্যবান্ধব কর্মসূচির না ত্রাণের চাল তা যাচাই করা হচ্ছে।

ঢাকাটাইমস/৩০মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :