বগুড়ায় আরো ২৯ জন করোনা রোগী

প্রকাশ | ৩০ মে ২০২০, ২৩:৩২

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় নতুন করে ২৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার রাত ৯টায় তিনি এ তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাব থেকে ১৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে বগুড়ার ১৫৬টি নমুনা ছিল। এর মধ্যে ২৯ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া জয়পুরহাটের ৩২টি নমুনার মধ্যে দুইজনের নমুনার ফলাফল করোনা পজিটিভ এসেছে। বগুড়ার ২৯ জনের মধ্যে সদরের ২০ জন, শাজাহানপুরের দুইজন, দুপচাচিয়ার একজন, শেরপুর তিনজন, আদমদীঘি একজন ও ধুনট দুইজন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে বগুড়ায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩২২ জন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ১৮৭ জন, কাহালুতে ১৪, শাজাহানপুরে ২৫ জন, শেরপুরে ১৫ জন, গাবতলীতে ২১ জন, সারিয়াকান্দিতে ১২ জন, সোনাতলায় ১১ জন, শিবগঞ্জে ৮ জন, দুপচাঁচিয়ায় ৮ জন, আদমদীঘিতে ১১ জন, নন্দীগ্রামে ৪ জন এবং ধুনটে ৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২০ জন সুস্থ হওয়ায় বর্তমানে জেলায় আক্রান্ত রোগী ৩০১ জন।

(ঢাকাটাইমস/৩০মে/এলএ)