যশোরে আইসোলেশনে নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ০০:১৪

যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় সেলিনা বেগম(৩০) নামে এক নারী মারা গেছেন।

তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হলেও এখনো ফলাফল এসে পৌঁছায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, গত ২৯ মে সেলিনা বেগম হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোকে, শারীরিক দুর্বলতা ও করোনা উপসর্গে ভুগছিলেন। তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষাগারে পাঠানো হয়।

শনিবার রাত সাড়ে ৯টায় ইন্টার্ণ চিকিৎসক আরাফাত ও রুবেল সেলিনাকে মৃত ঘোষণা করেন৷ কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট এসে পৌছাতে দুই-তিনদিন সময় লাগবে বলে জানান ডা. আরিফ।

মৃত সেলিনা যশোর শহরের নীলগঞ্জ এলাকার মিল্টন শিকদারের স্ত্রী৷ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আরএমও ডা. আরিফ। তিনি জানান, সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :