জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মে ২০২০, ১০:৪৭ | প্রকাশিত : ৩১ মে ২০২০, ১০:২১

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শনিবার রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিসের পাশাপাশি ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও দেওয়া হয়েছে তার।

গণস্বাস্থ্য কেন্দ্রের 'ফেসবুক ভেরিফায়েড পেজে' এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ মে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রেথিং থেরাপি নিয়েছেন। তিনি শনিবার দিনগত রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালেই অবস্থান করেন। ডা. জাফরুল্লাহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।

২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। পরের দিন তার শরীরে প্লাজমা দেয়া হয়। করোনা শনাক্তের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার শারীরিক খোঁজখবর নেন।

(ঢাকাটাইমস/৩১মে/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :