করোনা দিনে অফিস যেতে সাইকেল

নিথর মাহবুব
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ১০:৫৮

অফিসে যাবার জন্য সবাই সাইকেল কিনে নিন। সাইকেল চালানোতে লজ্জার কিছু নেই। বাসে এক সপ্তাহ যাতয়াত করলে আপনি নিশ্চিৎ করোনায় আক্রান্ত হবেন। সাইকেল দিয়ে যাতায়াত করলে নিরাপদ থাকলেন সাথে টাকাও বাঁচবে।

নিজেদের স্বার্থ হাসিল করতে ভয়াবহ সব সিদ্ধান্ত নিচ্ছে সরকার। গাড়ি ভাড়াতো আগেই সরকারের নির্ধারিত ভাড়ার ডাবল রিডাবল ছিল, এখন আবার ৮০ শতাংশ ভাড়া কোন ভাড়ার উপর ভিত্তি করে বাড়বে।

বিআরটিসি গাড়িগুলো অফিসটাইমের পরে স্টপিজে ঘুমিয়ে থাকে। মালিক সমিতি এগুলোকে অফিসটাইমের পরে চলতে দেয় না। এখন লোকজন অকারণে এখানে সেথানে কমই যাতায়োত করবে, তাই শুধু বিআরটিসি বাসগুলো চালু রাখলেই যথেষ্ট ছিল।

লেখকঃ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী

ঢাকাটাইমস/৩১মে/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :