আমার অধিনায়ক হওয়ার পেছনে ধোনির ভূমিকা ছিল: কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৩:১৪

ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পিছনে পূর্বসূরী মহেন্দ্র সিংহ ধোনির বড় ভূমিকা ছিল বলে জানালেন বিরাট কোহলি।

সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে বিরাট জানিয়েছেন, ‘এমএস দীর্ঘদিন ধরে আমার উপর নজর রেখেছিল। এমন নয় যে ও হঠাৎ একদিন অধিনায়কত্ব ছেড়ে দিল আর নির্বাচকরা আমাকে বললেন, ‘তুমি অধিনায়ক হবে’। আমার অধিনায়ক হওয়ার পিছনে এমএস-এর বড় ভূমিকা ছিল।’

বিরাট আরও জানিয়েছেন, ‘আমি এমএস-এর পাশে দাঁড়িয়ে সবসময় ওর সঙ্গে কথা বলতাম। আমি সবসময় ওকে বলতাম, এটা করতে পারো, ওটা করতে পারো। ও বেশিরভাগ সময়ই আমার পরামর্শ উড়িয়ে দিত। কিন্তু অনেক বিষয়ে আমার সঙ্গে আলোচনাও করত। এভাবেই আমার প্রতি ওর আস্থা তৈরি হয়। ওর মনে হয়, আমি পরবর্তী অধিনায়ক হতে পারব।’

২০১৪ সালে ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার টেস্ট দলের অধিনায়ক হন বিরাট। এরপর ২০১৭ সালে ধোনি সীমিত ওভারের ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন বিরাট। তিনি জানিয়েছেন, ‘যে যখন অধিনায়ক থাকে, সে দায়িত্ব নেয় এবং উত্তরসূরীকে চিহ্নিত করে। এর ফলেই ধীরে ধীরে রূপান্তর হয়। ৬-৭ বছর ধরে আমাকে দেখার পর তবেই আস্থা রেখেছে এমএস। রাতারাতি আমি ওর আস্থাভাজন হয়ে উঠিনি। আমি সবসময় দায়িত্ব নিতে চাইতাম। কিন্তু ভারতের অধিনায়ক হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি।’

অশ্বিনের সঙ্গে প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন বিরাট। তারা দু’জনেই ভারতের হয়ে অনেক সাফল্য পেয়েছেন। তবে পারফরম্যান্সের বিচারে অশ্বিনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট।

(ঢাকাটাইমস/৩১ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :