ফের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

প্রকাশ | ৩১ মে ২০২০, ১৩:৫০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে গত ২৪ শে মার্চ থেকে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট লঞ্চ ও স্পিডবোট চলাচল। রবিবার সকাল থেকে ফের এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। এতে কর্মব্যস্ত হয়ে ওঠেছে লঞ্চ ও স্পিডবোট মালিক, চালক-শ্রমিকরা।

স্পিডবোট চালক আব্দুর রহমান বলেন 'গতকাল থেকেই বোট ধোয়ামোছা শুরু করেছি। দীর্ঘদিন অপেক্ষার পর আয়ের মুখ দেখব। এতে আনন্দ হচ্ছে।'

এ বিষয়ে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সাবান পানি ও যাত্রীদের জন্য জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা রয়েছে। ঘাটে যেন ভিড় না হয়, সেদিকেও নজর থাকবে। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন লঞ্চ ও স্পিডবোট বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি, জীবাণুনাশক স্প্রে ও সামাজিক নিরাপদ দূরত্ব রক্ষার্থে কাঁঠালবাড়ী ঘাটে প্রশাসন যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছে। এ নিয়মের মধ্যেই যাত্রীদের চলাচল করতে হবে।

ঢাকাটাইমস/৩১মে/পিএল