ত্রিশালে স্বাস্থ্যসহকারী করোনায় আক্রান্ত

প্রকাশ | ৩১ মে ২০২০, ১৫:৫৭

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যসহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার ধানীখোলা মধ্য ভাটিপাড়া গ্রামে বসবাস করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ২১টি নমুনা পাঠানো হলে সেখান থেকে নয়টি নমুনা পরীক্ষা হলে শনিবার রাতে স্বাস্থ্যসহকারীসহ পাঁচজনের দেহে কোভিট-১৯ শনাক্ত হয়।

আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান পারভেজ ত্রিশাল উপজেলার স্বাস্থ্যসহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ২০১০ সাল থেকে ধানীখোলা ইউনিয়নের স্বাস্থ্যসহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলার ধানীখোলা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহের কাজে গিয়ে তিনি আক্রান্ত হন।

মতিউর রহমান বলেন, শারীরিকভাবে আমি সুস্থ আছি। নিজের বাড়িতে হোম কোয়ারাইন্টানে আছি।

উল্লেখ্য, ত্রিশাল উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে একজন মারা গেছেন।

(ঢাকাটাইমস/৩১মে/কেএম)