বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৭:৪৮

বাসভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

রবিবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এমন দাবি জানান।

করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে শর্তসাপেক্ষে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মূলত বিআরটিএর ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবে কাঁটছাঁট করে ৬০ শতাংশ ভাড়া বাডানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ১ জুন থেকে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ দেশের সকল আন্তঃজেলা রুটে বাড়তি এই ভাড়া কার্যকর হবে।

বিবৃতিতে জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাস চালানো হলে একটি বাসের আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করলে ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধিও এই সংকটকালে সাধারণ মানুষের জন্য 'মরার ওপর খাঁড়ার ঘা’র শামিল।’

জাসদের নেতাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ফলে বাস চালনার খরচ অনেক কমিয়ে আনা সম্ভব।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাসভাড়া বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ভাড়া যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করার দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/৩১মে/এনআই/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :