বরিশালে একদিনে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৮:২৩

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল বলে জানিয়েছেন মেডিকেল কলেজের দায়িত্বশীল সূত্র। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এর আগে প্রচণ্ড শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন সে। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তির পর রাত ১টার দিকে উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সের এক পুরুষ রোগীর মৃত্যু হয়। একই দিন বিকাল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সের একজন পুরুষ রোগীর মৃত্যু হয়।

এর আগে করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন ২১৯ জন রোগী। যার মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। রবিবার দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন রোগী। যার মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :