বরিশালে একদিনে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৮:২৩

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল বলে জানিয়েছেন মেডিকেল কলেজের দায়িত্বশীল সূত্র। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এর আগে প্রচণ্ড শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন সে। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তির পর রাত ১টার দিকে উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সের এক পুরুষ রোগীর মৃত্যু হয়। একই দিন বিকাল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সের একজন পুরুষ রোগীর মৃত্যু হয়।

এর আগে করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন ২১৯ জন রোগী। যার মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। রবিবার দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন রোগী। যার মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :