এডিস দমনে বনানীতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২০, ২০:০৮

এডিস মশা দমনে অভিযান চালিয়ে তিন বাড়ি মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) একটি ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাজধানীর বনানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হুয়।

অভিযানটির নেতৃত্ব দেন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।

অভিযানে ১৪টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাড়ি মালিদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এডিস মশার লার্ভা পাওয়া এসব স্থানে মশার কীটনাশক ছিটানো হয়। এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

প্রসঙ্গত, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট চার লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :