করোনা শনাক্তে ঢাকায় আরও দুটি ল্যাব

প্রকাশ | ৩১ মে ২০২০, ২১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনাভাইরাস শনাক্তকরণে রাজধানীতে আরও দুটি আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তকরণে ল্যাবের সংখ্যা দাঁড়াল ৫২টি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একথা জানান।
নাসিমা বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত করতে আজ ৫২টি আরটি-পিসিআর ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। নতুন দুটি ল্যাব সংযুক্ত হয়েছে। এর একটি সরকারি এবং অপরটি বেসরকারি।’
নাসিমা সুলতানা জানান, নতুন দুটি ল্যাবরেটরির মধ্যে একটি চালু হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, অপরটি বেসরকারি ডিএনএ সলিউশন লিমিটেডে।

(ঢাকাটাইমস/৩১মে/জেবি)