ঢাবির জসীম উদদীন হলের নতুন প্রভোস্ট ড. রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২০, ১২:১৩ | প্রকাশিত : ৩১ মে ২০২০, ২৩:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন আবাসিক হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান। রবিবার বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

ড. মুহাম্মদ আব্দুর রশীদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশনসহ বেসরকারি টেলিভিশনের ইসলামি আলোচক।

তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়্যারমানের পাশাপাশি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ইতিহাস পরিষদ ও বাংলা একাডেমির আজীবন সদস্য।

এছাড়াও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন অ্যান্ড অর্ডিন্যান্স কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টটিউশনাল রিভিউ বোর্ড, আইসিডিডিআরবি’র এথিক্যাল রিভিউ কমিটি (ইসিআর), আইইডিসিআর এর সদস্য।

এছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, হজ্ব ফাইন্যান্স কো. লি. এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য। ইনস্টিটিউটশনাল রিভিউ বোর্ড, ইউজিসি কর্তৃক কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য গঠিত 'আল-হাইয়াতুল উলিয়া'র নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. আব্দুর রশীদ।

মৌলিক গ্রন্থসহ দেশি-বিদেশি জার্নালে ড. মুহাম্মাদ আব্দুর রশীদের অসংখ্য আর্টিকেল প্রকাশিত হয়েছে। মিসরীয় সাংবাদিক মুহসিন আল আরিশির মাননীয় প্রধানমন্ত্রীর গবেষনামূলক জীবনী গ্রন্থ 'শেখ হাসিনা : উপাখ্যান ও বাস্তবতা' এর অনুবাদক ও সম্পাদক আব্দুর রশীদ।

(ঢাকাটাইমস/৩১মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :