গাজীপুরে গুলিতে উখিয়ার ‘মাদক কারবারি’ নিহত

প্রকাশ | ০১ জুন ২০২০, ১০:৪৯ | আপডেট: ০১ জুন ২০২০, ১০:৫৪

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। সোমবার ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।

নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার মাদক ব্যবসায়ী। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসার তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজন মৃত্যু অবস্থায় পাওয়া যায়। পরে নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদক কারবারি নুরুল হক বলে নিশ্চিত হওয়া যায়।

বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এমআর