বলিউডে চীনা পণ্য বয়কটের ডাক

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১১:১৩

ভারত-চীন আগ্রাসনের জবাবে চীনের তৈরি পণ্য বয়কটের ডাক দিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ছবিতে আমির খানের চরিত্রটি যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, সেই সোনম ওয়াংচুক সর্বপ্রথম এই বয়কটের ডাক দেন।

সেই ডাকে সাড়া দিয়ে ভারতের সুপার মডেল মিলিন্দ সোমান তার টিকটক অ্যাপটি ডিলিট করেন। মিলিন্দ তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘আমি চীনের তৈরি টিকটক অ্যাপ বর্জন করলাম।’ এরপর মিলিন্দের দেখাদেখি এগিয়ে আসেন বলিউডের আরও কয়েকজন তারকা।

অভিনেতা আরশাদ ওয়ারসি লিখেছেন, ‘আমি সচেতন ভাবেই চীনের তৈরি কোনো দ্রব্য আর ব্যবহার করছি না। আসলে আমরা এখন যা কিছু ব্যবহার করি, তার বেশির ভাগই চীনের তৈরি। তবে খুব শিগগিরই চীনের সব দ্রব্য বর্জন করতে পারব।’

টেলিভিশনের তারকা অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘চীনের যাবতীয় দ্রব্যের ব্যবহার সকলে বন্ধ করুন।’ পাশাপাশি অভিনেতা আয়ুষ্মান খুরানা, রণবীর শোরে, ‘ড্রিম গার্ল’ছবির পরিচালক রাজ শান্ডিল্য-সহ অনেকেই চীনা দ্রব্য বয়কটের ডাকে সাড়া দিয়েছেন।

ঢাকাটাইমস/০১জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :