বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১১:২৮

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল। তিনি জানান, মারা যাওয়া নারীর বয়স নারীর বয়স ১৯ বছর। তার বাড়ি বদলগাছীতে। শ্বশুরবাড়ি ঢাকায়।

ডা. কাজল জানান, ‘অন্তঃসত্ত্বাওই নারী সম্প্রতি ঢাকা থেকে ফেরেন। এরপর তিনি পাঁচদিন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে জ্বর ও শ্বাসকষ্টের তীব্রতা বাড়লে রবিবার রাত সাড়ে ৮টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।’

‘পরে সেখানকার চিকিৎসকরা ওই নারীর মধ্যে করোনার উপসর্গ দেখতে পেয়ে রাত সাড়ে ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করেন। এই হাসপাতালে ভর্তির ঘন্টা খানেকের মধ্যেই তার মৃত্যু হয়। মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।’

ঢাকাটাইমস/০১জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :