ইকার্দিকে স্থায়ীভাবে দলে ভেড়ালো পিএসজি

প্রকাশ | ০১ জুন ২০২০, ১২:১০ | আপডেট: ০১ জুন ২০২০, ১২:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইন্টার মিলান থেকে প্রথমে এক বছরের জন্য ধারে পিএসজিতে যোগ দিয়েছিলেন মাউরো ইকার্দি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের ইকার্দির সঙ্গে স্থায়ীভাবে চুক্তি সম্পন্ন করাটা একরকম সময়ের ব্যাপারই ছিল। সেই চুক্তিটাই স্বাক্ষর করেছেন ২৭ বছর বয়সী আর্জেন্টাইন।

ইকার্দির সঙ্গে পিএসজির নতুন করে ৪ বছরের চুক্তি হয়েছে। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন তিনি। ইকার্দির সাবেক ক্লাব ইন্টারও ব্যাপারটি নিশ্চিত করেছে, ‘২৭ বছর বয়সী মাউরো ইকার্দি স্থায়ীভাবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে যোগ দিয়েছে। ইন্টারে সে আমাদের সঙ্গে ৬ বছর কাটিয়েছে, তার পেশাদার ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকল।’

এই মৌসুমে ৩১ ম্যাচে ইকার্দি গোল করেছেন ২০টি। এরপরই মার্চে করোনভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় লিগ। পরে খেলা আবার শুরু না করেই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

গেল মৌসুমে ক্লাবের সঙ্গে একের পর এক ঝামেলায় জড়িয়ে ইন্টার ছেড়েছিলেন ইকার্দি। সে সময় এক বছরের জন্য ধারে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের দলে নাম লিখিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

(ঢাকাটাইমস/০১ জন/এআইএ)