এক মণ ধানেও মিলছে না একজন শ্রমিক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১২:৩৫

টাঙ্গাইলের ঘাটাইলে বোরো ধানের বাম্পার ফলন হলেও ধান কাটা নিয়ে চিন্তায় আছেন কৃষকরা। বর্তমানে ধান কাটা একজন শ্রমিকের মূল্য ৮৫০-৯০০ টাকা আর এক মণ ধানের মূল্য ৬৫০ টাকা। এক মণ ধানের টাকায়ও একজন শ্রমিক মিলছে না বলে জানান কৃষকরা। ফলে লোকসান গুণতে হচ্ছে তাদের।

উপজেলার কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, শ্রমিকদের জনপ্রতি মজুরি দিতে হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা। সঙ্গে তিন বেলা খাবার। এতে গৃহস্থের শুধু ধান কাটতেই প্রতিমণ ধানে খরচ পড়ছে ৯০০ থেকে ১০০০ টাকা। এছাড়া জমি চাষ, সেচ, চারা ও সার, কীটনাশকসহ অন্যান্য খরচ তো রয়েছেই। শ্রমিকের মজুরি বৃদ্ধি থাকায় অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীরা ধান কাটার কাজ করছে। প্রতিটি এলাকায় এখন পুরোদমে বোরো ধান কাটার কাজ চলছে।

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নে চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন হয়েছে ২০৯২০ হেক্টর। বর্তমানে উপজেলার হাট-বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। ধানের মূল্য কম থাকায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।

উপজেলার কালিয়াগ্রামের কৃষক শাহজাহান পাঠান বলেন, ‘আমি এ বছর ২০০ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। এখন সেই জমিগুলোর ধান কাটতেছি, যে ধান পামু তাতে আমার বহুত লোকসান যাবো। এভাবে চলতে থাকলে ধান চাষিরা না খেয়ে মারা যাবে।’

কৃষক আব্দুল লতিফ বলেন, ‘এ বছর কামলার যে দাম, এত টেহা দিয়া কামলা নিয়া ধান কাটলে সামনে বছর পর্যন্ত কৃষক বাঁচব কিনা সন্দেহ আছে।’

এ বিষয়ে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ‘বোরো ধানের বাজার মূল্য কম থাকায় হতাশ না হয়ে আমরা কৃষকদের ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করার জন্য পরামর্শ দিচ্ছি। যাতে করে সংরক্ষিত ধান পরে বিক্রয় করে দামটা ভালো পাওয়া যায়।’

ঢাকাটাইমস/১জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :