আর্থিক ক্ষতির মুখে আফগান ক্রিকেট

প্রকাশ | ০১ জুন ২০২০, ১৩:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এ বছর টি-টোয়েন্টি বিশ্ব আসর এবং এশিয়া কাপ না হলে বেশ ক্ষতি হবে আফগানিস্তানের ক্রিকেটারদের। এমন মন্তব্য করেছেন দলটির হেডকোচ ল্যান্স ক্লুজনার।

দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, একটানা এতো লম্বা সময় মাঠে না নামার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। এ নিয়ে হতাশ ক্রিকেটাররা। তাই মানসিকভাবে দলকে চাঙা রাখার চেষ্টা করছেন ক্লুজনার। সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তিনি। আর্থিকভাবেও বেশ লোকসানের মুখে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এরইমধ্যে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ২৫ শতাংশ বেতন কাটা হয়েছে। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও এশিয়া কাপের মতো আসর না হলে আরো বড় ক্ষতির মুখে পড়তে হবে বোর্ডকে। সবকিছু নিয়ে তাই শঙ্কায় আছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। শেষ পর্যন্ত মেগা ইভেন্টগুলো না হলে, আর্থিক লোকসান পুষিয়ে নিতে এফটিপির বাইরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের তাগিদ দিয়েছেন ক্লুজনার।

(ঢাাকাটাইমস/০১ জুন/এআইএ)