১৫ জুন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ পাস মিলবে না

প্রকাশ | ০১ জুন ২০২০, ১৫:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশেষ পাস নিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রতিদিন অসংখ্য মানুষ প্রবেশ করলেও সাধারণ ছুটির কারণে সবকিছুই বন্ধ ছিল।  রবিবার থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে সরকারি-বেসরকারি অফিস চালু হয়েছে। তবে আপাতত বন্ধ থাকছে সচিবালয়ে প্রবেশের পাস ইস্যু করা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বেসরকারি একটি টেলিভিশনে একথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, ‘দর্শনার্থী যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এজন্য এই ১৫ দিনে কোনও পাস ইস্যু করা হবে না।’

এরআগে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আপাতত সাধারণ ছুটি বাড়ছে না। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে সীমিত আকারে চালু থাকবে। বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেন না। আপাতত স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিতে হবে।

যে কারণে করোনার সংক্রমণ এড়াতেই আপাতত সচিবালয়ে সাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজগুলো করতে হবে। প্রথম দিন (রবিবার) আমরা দেখলাম আমাদের অবজারভেশনে কিছু ত্রুটি পেয়েছি।’

তিনি বলেন, ‘এই ১৫ দিনে আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করব। আজ যে ভুলগুলো হয়েছে কাল যাতে সেই ভুলগুলো না হয় সেটাই আমরা করতে চাই।’

(ঢাকাটাইমস/১জুন/বিইউ/এইচএফ)