ইরানে বাংলাদেশিদের দেশে পাঠানোর চেষ্টা

প্রকাশ | ০১ জুন ২০২০, ১৫:৫৯

কামরুজ্জামান নাবিল, ইরান থেকে

ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও আক্রান্ত সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। ইরানে শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ধর্মীয় বিভাগে অধ্যায়নরত রয়েছেন, যারা করোনার কারণে ডরমেটরিতে থেকেই অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন।

এ অবস্থায় ইরানের তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস অর্থ এবং খাদ্য  সহায়তা দিয়ে বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সবুর হোসেন জানান, সম্প্রতি ইরানে অবস্থানরত প্রায়  ৫০০ জন প্রবাসী বাংলাদেশিকে তারা খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন।

এছাড়াও ইরানে অবস্থানরত শিক্ষার্থীদের দেশে ফেরার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠাতে একটি চার্টাড বিমানের ব্যবস্থা করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এখন পর্যন্ত ইরানে বাংলাদেশিরা নিরাপদে আছেন এবং করোনাভাইরাসের কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১জুন/কেএম)