পুলিশের ওপর হামলা মামলার ২৬ আসামি কারাগারে

প্রকাশ | ০১ জুন ২০২০, ১৬:১৭

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলা মামলার ২৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খান্দাপাড়া ও বহুগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মকসসুদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত হোসেন জানান, গত ৯ মে সন্ধ্যায় খান্দারপাড় ইউনিয়নের বেজড়া-ভাটরা গ্রামের মুকসুদপুর-রাজপাট বাইপাস সড়কের মোড়ে পুলিশের উপর হামলা চালিয়ে তিন আসামিকে ছিনিয়ে নিয়েছিলেন আসামি পক্ষের লোকজন। ওইসময় হামলায় সাত পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান করে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক লোককে আসামি করে মামলা করে পুলিশ। তবে ওই ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। সোমবার সকালে তারা মাইক্রোবাসে করে জেলা সদরের আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। এ সংবাদ পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ঢাকাটাইমস/১জুন/পিএল