মাগুরায় আরও পাঁচজনের করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৬:৩৩

মাগুরায় আরও পাঁচজনের শরীরে করোনা অস্তিত্ব পাওয়া গেছে। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে মাগুরা স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিতত করেছেন।

তিনি জানান, গত দুই দিনে মাগুরা থেকে মোট ২৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন জেলা পুলিশ সুপারের বাসভবনের সদস্য। অন্যদের মধ্যে জেলা সদরের আঠারোখাদা এলাকার একজন, মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের একজন, বিনোদপুর ইউনিয়নের একজন ও দীঘা ইউনিয়নের একজন। তাদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন আর্‌ও জানান, এ পর্যন্ত মাগুরায় ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ১১ জন, শ্রীপুরের ছয়জন, শালিখার পাঁচজন, মহম্মদপুরের চারজন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। ঢাকাটাইমস/১জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :