বাজেট অধিবেশনেও সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৬:৪৯
ফাইল ছবি

সংসদের গত অধিবেশনের মতো আসন্ন বাজেট অধিবেশনেও যেতে পারছেন না সাংবাদিকরা। সংসদ টেলিভিশন থেকে অধিবেশনের সংবাদ কাভার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সোমবার সংসদ সচিবালয় থেকে এক সংবদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

আগামী ১০ জুন বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ একাদশ সংসদের এ অষ্টম অধবেশন আহ্বান করেন।

এ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী ১১ জুন এ বাজেট উপস্থাপন করবেন। একই সাথ তিনি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।

সংবদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক করোনাভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনে’ সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়। করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও সংসদ সচিবালয় থেকে জানানো হয়।

সংবদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানের পরপরই বিকাল ৩টা ১৫ মিনিটে সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টার থেকে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেটডকুমেন্টস’ বিতরণ করা হবে। এক্রিডিটেশন কার্ড প্রদর্শন করে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের অধিক সদস্য না পাঠানোর জন্য সংসদ সচিবালয় থেকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে গত ১৮ এপ্রিল বসেছিল সংসদের সপ্তম অধিবেশন। সেই অধিবেশনের মেয়াদ ছিল মাত্র দেড় ঘণ্টা। সেই অধিবেশনেও সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

(ঢাকাটাইমস/০১জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :