ইংলিশ ফুটবলে আবার করোনা-থাবা!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৭:২৬

ইংল্যান্ড ফুটবলে আবার করোনা–থাবা!‌ ইংলিশ ফুটবল লিগের (‌ইএফএল)‌ ৮ ক্লাবের ১০ ফুটবলার ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। যে খবরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংল্যান্ডের ফুটবল মহলে। মহামারীর জেরে দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১৭ জুন শুরু হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ (‌ইপিএল)‌। ঠিক হয়েছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের ম্যাচ দিয়ে আবার শুরু হবে থমকে থাকা ইপিএল। কিন্তু ইএফএলের প্লেয়ার এবং স্টাফেদের কোভিড ১৯ সংক্রমণে আবার তৈরি হল সংশয়।

যদিও ইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, সাম্প্রতিক পরীক্ষায় তাঁদের কোনও প্লেয়ার বা স্টাফ করোনায় আক্রান্ত হননি। অবশ্যই যা স্বস্তির খবর। পাশাপাশি ইএফএলের খবর অস্বস্তির। গত বৃহস্পতি ও শুক্রবার ৮টি ক্লাবের ১,০৫৮ জন প্লেয়ার ও স্টাফের করোনা পরীক্ষায় ১০ জনের ফল পজিটিভ এসেছে।

এক বিবৃতিতে ইএফএল জানিয়েছে, নিয়মানুযায়ী আক্রান্তরা স্বেচ্ছাবন্দি রয়েছেন। পরীক্ষায় নেগেটিভ হওয়া প্লেয়াররা পারবেন ট্রেনিংয়ে অংশ নিতে। উদ্বেগ বাড়িয়ে ইএফএল আরও জানিয়েছে, লিগ ২–এর ৩টি ক্লাবের ৭ জনের করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। মার্চ থেকে বন্ধ থাকার পর ইএফএলও শুরু হওয়ার কথা জুন মাসে।

(ঢাকাটাইমস/১ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :