নরসিংদীতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি তদারকিতে পুলিশ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৮:০৬

নরসিংদীতে সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে যাত্রীসেবা পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করতে মাঠে নেমেছে জেলা পুলিশ। সোমবার সকালে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় তিনি বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যাত্রী পরিবহনে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।

পুলিশ সুপার ঢাকাগামী যাত্রীদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি এইচ এম জাহাঙ্গীরসহ মালিক সমিতির নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বাসচালক ও তাদের সহকারীদের মধ্যে ১২০০ মাস্ক ও ২০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে জেলা পুলিশ।

(ঢাকাটাইমস/১জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :