পিপিই রপ্তানি করায় বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৮:৪২
ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) যুক্তরাষ্ট্রে রপ্তানি করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সোমবার এক টুইট বার্তায় এই অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ আন্তর্জাতিক মানের পিপিই রপ্তানি করে বাংলাদেশ। সেই রপ্তানির মাধ্যমে উন্নতমানের পিপিই রপ্তানিকারক দেশের কাতারে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ।

পিপিই পাঠানোর জন্য টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের টুইটকে উদ্ধতি দিয়ে লিখেন, বাংলাদেশকে অভিনন্দন, একইসঙ্গে এটা একটি মাইলফলক। এ কঠিন সময়ে পিপিই প্রদানে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার হবে।

এছাড়া বিশ্বজুড়ে ফ্রন্ট লাইন কর্মীদের জন্য এ পিপিই প্রয়োজন বলে মন্তব্য করেন মাইক পম্পেও।

দেশের টেক্সটাইল খাতের নেতৃত্বস্থানীয় ব্র্যান্ড বেক্সিমকো মার্কিন ব্র্যান্ড হেইনস-এর কাছে ৬৫ লাখ পিপিই গাউনের একটি চালান পাঠায়। চালানটি মার্কিন কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ফেমা) কাছে পৌঁছায়।

জানা যায়, গত দুই মাস আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বাজারে ৬৫ লাখ পিস পিপিই গাউন তৈরি করে রপ্তানির কার্যাদেশ পায় বেক্সিমকো।

(ঢাকাটাইমস/০১জুন/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :