ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে রিট

প্রকাশ | ০১ জুন ২০২০, ১৯:২৭

নিজস্ব প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সোমবার ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে। পাশাপাশি রিটে পাঁচজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে না, এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগে গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

ঢাকাটাইমস/১জুন/এআইএম/ইএস