করোনায় প্রাণ গেল বিশেষজ্ঞ চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৯:৪৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে সম্মুখযোদ্ধাখ্যাত চিকিৎসকরা অনেকেই সংক্রমিত হচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন মারাও গেছেন। এই তালিকায় যুক্ত হলেন যক্ষ্মারোগ বিশেষজ্ঞ চিকিৎসক ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু।

সোমবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য চিকিৎসক।

ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম।

ভালো চিকিৎসকের পাশাপাশি ডা. ওয়াহিদুজ্জামান শিল্প-সংস্কৃতিমনা মানুষ ছিলেন। দৃষ্টিনন্দন ছবি তুলতে পারতেন, মাঝে মাঝে কবিতাও লিখতেন। এভাবে চলে যাওয়ায় শোকে ভাসছেন তার সহকর্মী, রোগী ও তাদের স্বজনরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোকের কথা জানিয়ে সদ্য প্রয়াত চিকিৎসকের জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন চিকিৎসক ওয়াহিদুজ্জামান। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে তিনি মারা যান।

ডা. ওয়াহিদুজ্জামান সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/০১জুন/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :