কুড়িগ্রামে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশ | ০১ জুন ২০২০, ২১:০৪

বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সিদ্দিক নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরে এসব কর্মসূচি পালণ করেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা সিদ্দিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনোয়ারুল ইসলাম ও তার দুই ভাইসহ অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দেওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৯ মে অর্জুনডারা গ্রামের নিহত সিদ্দিকের গরু প্রতিবেশি আনোয়ারুল ইসলামের ধান খাওয়ায় বিষয়টি নিয়ে দ্বন্দ শুরু হয় তাদের মধ্যে। এ নিয়ে শালিস বৈঠকও হয়। বৈঠকে দ্বন্দের বিষয়টি সমাধান না হওয়ায় সেদিন রাতেই দু’পক্ষ আবারও দ্বন্দে জড়িয়ে পরে। এসময় প্রতিপক্ষের লোকজন সিদ্দিকুরের মাথায় আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১জুন/পিএল