সিএমএসডি থেকে ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লা অবমুক্ত

প্রকাশ | ০১ জুন ২০২০, ২১:২০ | আপডেট: ০১ জুন ২০২০, ২২:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালক পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাকে অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে, নতুন নিয়োগ পাওয়া পরিচালকের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য মিলেছে।
এর আগে গত ২২ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডির পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। তিনি বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্টে (সিএমএসডি) প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদউল্লাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যর্পণের লক্ষ্যে ১ জুন দুপুরে তাকে অবমুক্ত করা হলো।
সেই সঙ্গে, নবযোগদানকৃত পরিচালকের নিকট দায়িত্বভার হস্তান্তর করার জন্যও তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  
(ঢাকাটাইমস/১জুন/এএ/এইচএফ)