আনন্দবাজার পত্রিকায় প্রথম নারী সম্পাদক

প্রকাশ | ০১ জুন ২০২০, ২১:২২ | আপডেট: ০১ জুন ২০২০, ২১:৩৩

ঢাকাটাইমস ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রথম কোনো নারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ঈশানী দত্তরায়। সোমবার তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে রবিবার দুপুরে সম্পাদক অনির্বান চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয় কর্তৃপক্ষ।

১৯২২ সালের ১৩ মার্চ পত্রিকা চালুর পর এই প্রথম কোনো নারীকে সম্পাদকের দায়িত্বে দিয়েছে আনন্দবাজার গোষ্ঠী। প্রতিষ্ঠার পর মালিকপক্ষ ‘সরকার পরিবার’ এর সদস্যরাই সম্পাদকের দায়িত্ব সামলেছেন। তবে ১৫ বছর আগে প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিলে সেই রেওয়াজ ভেঙে যায়।

এরপর এবার কোনো নারী, তাও আবার সরকার পরিবারের বাইরের এক সাংবাদিককে সম্পদাকের দায়িত্বভার দেওয়া বাংলা সংবাদপত্রের জগতে মাইলস্টোন।

বিদায়ী পত্রিকা সম্পাদক অনির্বান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশি মামলার জেরে টানাপোড়েন চলছিল। করোনা সংক্রমণে মৃত্যু নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে একটি মামলায় তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

পর পর দু’দিন তাকে কলকাতা পুলিশ হেয়ার স্ট্রিট থানায় ডেকে নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে জেরাও করে। এরপরই তাকে সম্পাদকের পদ থেকে সরিয়ে ঈশানীকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন, রাজরোষে পদ গেল অনির্বানের।

(ঢাকাটাইমস/০১জুন/ডিএম)