দেহরক্ষীর করোনা শনাক্ত, আইসোলেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ | ০১ জুন ২০২০, ২২:০৩ | আপডেট: ০১ জুন ২০২০, ২২:০৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নিজ দেহরক্ষীর করোনা শনাক্ত হওয়ায় সংক্রমণ এড়াতে আইসোলেশনে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার দপ্তরের কর্মকর্তারা। সোমবার তার দেহরক্ষী রেজাউল করীমের করোনা শনাক্ত হয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে ঢাকাটাইমসকে জানান প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়া অংশ নিচ্ছেন মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতেও। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন তার দেহরক্ষী পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। আজ তার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার সব খোঁজখবর নিচ্ছেন। সংক্রমণ এড়াতে প্রতিমন্ত্রীসহ দপ্তরের সকল কর্মকর্তা আইসোলেশনে আছেন বলেও জানান ক্রীড়া মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/‌১জুন/পিএল