জাপান-বাংলাদেশ হাসপাতালের টেস্টে ঢাবি শিক্ষকদের অগ্রাধিকার

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ২২:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তাদের পরিবারবর্গের জন্য অগ্রাধিকারপূর্বক কোভিড-১৯ টেস্ট করার সুযোগ দিচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। শারীরিক যেকোনো অসুস্থতার জন্য চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা দেখা দিলে বিশেষ সুবিধায় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড নিজামুল হক ভূইয়া।

জানা যায়, এখন পর্যন্ত দুজন শিক্ষক তাদের স্যাম্পল হাসাপাতালে গিয়ে জমা দিয়ে এসেছেন।

নিজামুল হক ভূইয়া ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের ক্যাম্পাসে আমরা করোনা টেস্ট সেন্টার করতে চেয়েছিলাম, কিন্তু সরকার কোনো সহযোগিতা আমাদের করেনি। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মালিককে ব্যক্তিগতভাবে অনুরোধ করার পর তিনি শিক্ষক এবং তাদের পরিবারবর্গদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট করার সুবিধা দিচ্ছেন।’

শিক্ষক নেতা বলেন, ‘অধিকতর অসুস্থ রোগীদের জন্য বাসা থেকে স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করা এবং শারীরিক যেকোনো অসুস্থতার জন্য চিকিৎসা ও হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা দেখা দিলে বিশেষ সুবিধায় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও আমাকে তিনি নিশ্চিত করেছেন।’

এ বিষয়ে জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার নাঈম ঢাকা টাইমসকে বলেন, ‘আমার হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময়ই অগ্রাধিকার পান। সাধারণত হয়ত কেউ একজন ফোন করে এপয়ন্টমেন্ট পাবেন না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং তাদের পরিবারের জন্য সেটার ব্যবস্থার করে দেব। তবে টেস্টের খরচ সবার জন্য একই।’

(ঢাকাটাইমস/০১জুন/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :