ময়মনসিংহে ছয় কোটি টাকায় সার্কিট হাউজের নান্দনিকতা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২০, ২২:৫০

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠকে নান্দনিকতা বৃদ্ধি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার বিকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দুই কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবর রহমানের পরিবারবর্গের ও সাড়ে চার কোটি টাকায় সার্কিট হাউজ মাঠের চারদিকে তিনফুট উঁচু দেয়াল ও তার উপর এসএস পাইপের গ্রিল বসানো হবে। এতে আলোকসজ্জাসহ সাধারণ মানুষের হাঁটাচলার ব্যবস্থা থাকবে।

১৬ একর জমির উপর এই ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ। এর তিন দিকে বড় গেইট ও মাঝারি ধরনের আরো পাঁচটি গেইট থাকবে বলে জানান বিভাগীয় কমিশনার।

এ সময় জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহেতামুল আলম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :