লেবাননে বিমানবন্দর চালু হচ্ছে ২১ জুন

প্রকাশ | ০১ জুন ২০২০, ২৩:৩৮

ওয়াসীম আকরাম, লেবানন থেকে

লেবাননের গণপূর্ত মন্ত্রী মিশেল নাজ্জার বলেছেন, ২১ জুন লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হবে। রবিবার তিনি একথা জানান।

নাজ্জারের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৮ জুন বিমানবন্দরটি চালু হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা চালু করা হবে না। তবে আগামী ২১ জুন থেকে এটি চালু হবে।

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে গত ১৮ মার্চ বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সব বাণিজ্যিক ও বেসরকারি বিমান চলাচল বন্ধ করে দেয় সরকার।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান এই সপ্তাহের প্রথমদিকে বলেছেন, বিমানবন্দরটি পুনরায় খোলার বিষয়ে বিশেষ ব্যবস্থা দরকার, মূলত সংক্রমণের সংখ্যার সঙ্গে এটি সম্পর্কিত।

লেবাননে গত দু'দিন ধরে করোনাভাইরাস সংক্রমণের অনেক ঝুঁকি ছিল। শনিবার শনাক্ত হয়েছে ১৯ জন এবং রবিবার শনাক্ত হয়েছে ২৯ জন। -(সূত্র ডেইলি স্টার এলবি)।

(ঢাকাটাইমস/১জুন/কেএম)